সব
আন্তর্জাতিক ডেস্ক,
ভারতের উত্তর প্রদেশের উন্নাওয়ে একটি ডাবল ডেকার যাত্রীবাহী বাস একটি দুধের কন্টেইনারে পেছন থেকে ধাক্কা দেয়। এ সংঘর্ষে তিন নারী ও একটি শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। আজ বুধবার (১০ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উন্নাওয়ের জেলাপ্রশাসক গৌরাঙ্গ রাঠি জানিয়েছেন, আজ সকালে যাত্রীবাহী বাসটি বিহারের সীতামারহি থেকে দিল্লির দিকে যাত্রা করছিল। এটি গড়া গ্রামের কাছে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দুধের কন্টেইনারটিকে পেছন থেকে ধাক্কা মারে। কন্টেইনারটিকে এতো জোরে ধাক্কা মারে যে বাসটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। যাত্রীরা বাস থেকে বাহিরে ছিটকে পড়েন।
কর্মকর্তারা জানান, আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
গৌরাঙ্গ রাঠি আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। তবে কী কারণে সংঘর্ষটি হয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03