কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ, এসটিএস নামিয়েছে পুলিশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪, ৫:৫৬ অপরাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের জেরে এসটিএস নামিয়েছে নিউমার্কেট থানা পুলিশ। সোমবার (১৫ জুলাই) সোয়া চারটার দিকে নিউমার্কেট থানা থেকে পুলিশের এই নিরাপত্তা যান বের করতে দেখা যায়। এসময় সংঘর্ষকে কেন্দ্র করে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন থাকতে দেখা যায় নীলক্ষেত মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবন পর্যন্ত।

এদিকে মুক্তিযুদ্ধকে কটাক্ষ, একাত্তরের ঘৃণীত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যদের পাদদেশে তাদের এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে রাজু ভাস্কর্য এলাকা আগে থেকেই দখল করে রেখেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। সেখানে তারা মুহুমুর্হু শ্লোগান দিচ্ছেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...