স্বাস্থ্যের নতুন ডিজি ডা. রোবেদ আমিন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪, ৬:২৯ অপরাহ্ণ


স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনকে নিয়োগ দিয়েছে সরকার। অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম পদত্যাগের পর তার স্থলাভিশিক্ত হতে যাচ্ছেন তিনি।

রোববার (১৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব এম কে হাসান জাহিদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক রোবেদ আমিন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) শাখার পরিচালক ছিলেন। তিনি মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক। ২০২১ সালের ৭ জানুয়ারি থেকে তিনি এনসিডিসি পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করা অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমের চুক্তি বাতিল করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমার স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...