হাতির আক্রমণে নারীসহ ২ জনের মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৫:৩৫ অপরাহ্ণ

বন্য হাতির আক্রমণে চট্টগ্রামের আনোয়ারায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলা বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্প ও পূর্ব বৈরাগ খোশাল তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বৈরাগ ইউনিয়নে উত্তর গুয়াপঞ্চক ৪ নম্বর ওয়ার্ডের মৃত মুজর ছেলে মো. কাশেম (৬০) ও পূর্ব বৈরাগ ৮ নম্বর ওয়ার্ডের মো. আক্তারের স্ত্রী রেহেনা আক্তার (৩৮)।

স্থানীয় বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে কেইপিজেডে অবস্থান নেওয়া হাতির তাণ্ডবে অতিষ্ঠ পুরো আনোয়ারা-কর্ণফুলীবাসী। প্রতিনিয়ত লোকালয়ে ঢুকে ঘরবাড়ি ভাঙচুর, ফসলি জমি নষ্টসহ হতাহতের ঘটনা ঘটছে। বছরের পর বছর তাণ্ডব চললেও বনবিভাগ দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। শুধু ক্ষতিপূরণ দিয়ে দায় সারছেন। আজকেও অসহায় এক দিনমজুর নিহত হলো। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, হাতির আক্রমণে আশ্রয়ণ প্রকল্পের এক উপকারভোগী ও বৈরাগের এক নারী নিহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের পরিবারকে সহযোগিতা করা হবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...