টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা সাকিব আল হাসানের

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২:৩৯ অপরাহ্ণ

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে ২০ ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। অক্টোবর মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটও ছাড়বেন তিনি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের কানপুরে অনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। সাকিব বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টি তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।’

তবে ওয়ানডে নিয়ে কিছু জানানি সাকিব। ধারণা করা হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নেবেন তিনি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...