সব
স্বদেশ বিদেশ ডট কম
লন্ডনে চট্টগ্রাম সমিতি ইউকে এই মেজবান উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজন করেছে প্রেস কনফারেন্স। এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ইউকে এর চেয়ারপার্সন জনাব নাজিম উদ্দিন, প্রাক্তন চেয়ারপার্সন আলমগীর খাঁন, ভাইস চেয়ারপার্সন সেলিম হোসাইন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান ও ব্যারিস্টার আনোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন যুক্তরাজ্যর বিভিন্ন বাংলা মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ।
চট্টগ্রাম সমিতি ইউকে ২৯ বছর ধরে লন্ডনে চট্টগ্রামবাসীদের নিয়েই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। সাংবাদিকদের মাধ্যমে যুক্তরাজ্য বসবাসরত চট্টগ্রামবাসীসহ বিভিন্ন কমিউনিটির সবাইকে আন্তরিকতার সাথে এই চাটগাঁয়ে মেজবানে আমন্ত্রণ জানিয়েছে সমিতির চেয়ারপার্সন নাজিম উদ্দিন ।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আগামী ৬ অক্টোবর রবিবার (দুপুর ১ টা থেকে বিকাল ৬টা) The Willows banqueting Hall, Forest Road London IG6 3SL অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে এই চাটগাঁয়ে মেজবানে ৫ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। চট্টগ্রাম থেকে আনা হবে বিশেষ মেজবানী মসলা আর জবাই করা হবে চারটি গরু আর দুইটা ভেড়ী।
এই মেজবান হবে ইউরোপের সবচেয়ে বড় মেজবান। যুক্তরাজ্য ছাড়াও ইউরোপসহ বিভিন্ন দেশ থেকেও এই মেজবানে মেহমান আসবেন। ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবানে খাবারের তালিকায় রয়েছে সু স্বাদু মেজবানী গরুর মাংস, ডাল, নলা ও সাদা ভাত। পাশাপাশি চা জিলাপী ও পান সুপারীর ব্যবস্থা থাকবে।
তবে এই মেজবানে সবার জন্য এন্ট্রি সম্পুর্ন ফ্রি । তবে বাংলাদেশের গরীব ও অসহায় মানুষের সাহায্য করতে চ্যারেটি কালেকশনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহীরা যে কেউ এই মানবিক কাজে সহায়তা করতে পারবেন। এই সহায়তা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চট্টগ্রাম সমিতি ইউকে সততা ও স্বচ্ছতার সাথে দ্বায়িত্ব পালন করবে।
তাছাড়াও আনন্দ আড্ডার পাশাপাশি শিশুদের জন্য bouncy castle এর ব্যবস্থা থাকবে।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই চাটগাঁয়ে মেজবানে চট্টগ্রামবাসীসহ বিভিন্ন কমিউনিটির মানুষের অংশগ্রহণ প্রবাসে একে অপরের প্রতি পারস্পরিক সামাজিক বন্ধন, শ্রদ্ধা ও ভালোবাসা তৈরিতে জোরালো ভুমিকা রাখবে।
Developed by: Helpline : +88 01712 88 65 03