ঢাবির ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশের ফুটপাত থেকে একদিন বয়সি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদ জানান, আমরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে ফুটপাত থেকে একটি কালো কাপড় দিয়ে প্যাঁচানো অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, কে বা কারা নবজাতককে ফেলে রেখে যায়। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা চলছে। নবজাতকের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...