সব
স্বদেশ বিদেশ ডট কম
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গ্যাস সিলিন্ডারের আগুন দগ্ধ হওয়ার ৮ ঘণ্টা পর তাসলিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
এর আগে গতকার শুক্রবার উপজেলা মোহনপুর ইউনিয়নের নতুন মোহনপুর গ্রামে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হন তাসলিমা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক।
জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার নতুন মোহনপুর গ্রামের রাকিবুল হাসান সুজনের স্ত্রী তাসলিমা আক্তার রান্নাঘরে রান্না করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ। প্রথমে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে শুক্রবার রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বামী রাকিবুল হাসান সুজন জানান, অনেক চেষ্টা করেছি তাকে বাঁচাতে। কিন্তু মৃত্যুর কাছে হেরে গেলেন স্ত্রী তাসলিমা আক্তার।
ওসি রবিউল হক বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03