সব
স্বদেশ বিদেশ ডট কম
সংখ্যালঘুর ওপর হামলা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেকে সংখ্যালঘু হিসেবে নয়, আওয়ামী লীগের পদধারী ছিলেন বলে হামলার শিকার হচ্ছেন। তবে যে কারণেই হোক না কেন, ক্রাইম হলেই আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রেস সচিব।
শফিকুল আলম জানান, গত ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দেশে মোট ৮৮টি মামলা দায়ের করা হয়েছে। সাম্প্রদায়িক হামলায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২২ অক্টোবরের পরের ঘটনাগুলোর আপডেট শিগগির দেয়া হবে।
এ সময় তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রেস সচিব বলেন, মার্কেট ঊর্ধ্বগতির কারণে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ভোজ্যতেলের মূল্য নির্ধারণের পাশাপাশি ভোক্তা স্বার্থরক্ষায় কঠোরভাবে পুরো বিষয়টির নজরদারি করা হচ্ছে।
শফিকুল আলম বলেন, আমাদের বাণিজ্য উপদেষ্টা ব্রাজিল ও মালয়েশিয়ার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এ ছাড়া ভোক্তাদের যাতে অসুবিধা না হয় এবং বাজারের চাহিদা ও জোগান ঠিক থাকে সেভাবে নজরদারি চলছে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03