দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ৭:৫৩ অপরাহ্ণ

গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপ-পরিদর্শক সাইফুল ইসলাম নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক সড়কের ভেড়ারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ফরিদপুরের সালথা থানার নকুলহাটি গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে। তিনি এর আগে দীর্ঘদিন সদর থানায় কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, দুপুরে ভেড়ারবাজার এলাকায় একটি রাজনৈতিক দলের তথ্য সংগ্রহের জন্য যাচ্ছিলেন সাইফুল ইসলাম। এ সময় টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক সড়ক পার হতে গিয়ে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে পিষ্ট হয়ে সড়কে পড়ে থাকেন সাইফুল।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জেলার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...