জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাজ্যে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ৭:৫৮ পূর্বাহ্ণ

১৬ই ডিসেম্বর ২০২৪ সোমবার সন্ধা ৭টা ৩০ মি: এ ইষ্ট লন্ডনের হোয়াটচাপল রোডের মক্কা গ্রীল রেস্তোরাঁর হল রুমে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাজ্য কতৃক ৫৩ তম বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য জাসদের কার্যকরি সভাপতি মুজিবুল হক মনির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য ন্যাপের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আব্দুল আজিজ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাসদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও সর্ব ইউরোপিয়ান ইউনিয়নের সম্বনয়ক মতিউর রহমান মতিন আরও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলার মো: শাহিদ আলী,সাংবাদিক বাতিরুল হক সরদার, ব্যবসায়ী আবু জাফর, জাসদনেতা সাবুল শামছুজ্জামান, কাজী দেলোয়ার হোসেন, শাহীন আহমদ জুয়েদ, আব্দুল কাদের মুরাদ চৌধরী,লিটন আকন্দ,কবি সালমা বেগম কবি হাফছা ইসলাম, নওশাদ নূর, ধীমান কুমার দাস , রুহুল আমিন চৌধরী ও সোহাগ যাদু। কবিতা আবৃত্তি করেন কবি হাফছা ইসলাম ও সোহাগ যাদু।সভার শুরুতে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তৃতারা ৫৩ তম বিজয় দিবসে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক , অর্থনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উৎকন্ঠা প্রকাশ করেন। বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার মুক্তিযুদ্ধের অর্জন বাঙালীজাতী রাষ্ট্রের সংবিধানের মুলনীতি গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা , জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র কে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান, ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস, ৪টা নভেম্বর সংবিধান দিবস, ৭ই মার্চের ঐতিহাসিকভ ভাষন , জয় বাংলা স্লোগান সহ বাঙালী জাতির ইতিহাস ঐতিহ্য যা পাকিস্তানের সামরিক জান্তার বিরুদ্ধে ছাত্র, শ্রমিক ও জনতার দীর্ঘ সংগ্রাম ৫২ ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন,৬৬ ঐতিহাসিক ৬ দফা , ৬৯ গণউভূত্থান , ৭০ এর নির্বাচন এবং ৭১এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১সালের ১৬ই ডিসেম্বর দুই লক্ষ মা-বোনের ইজ্জত ও ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় বিজয় অর্জন করে। কিন্তু গত ৫ই আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের পরাজিত সাম্প্রদায়িক শক্তি মদদে অন্তর্বর্তী কালীন সরকার এক, এক করে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য কে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা থেকে বাদ দিয়ে ,বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানানোর পরিকল্পনায় লিপ্ত। এই পরিস্থিতি থেকে বাংলাদেশ কে পূর্ণরুদ্ধার কল্পে মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার সংকল্প নিয়ে নতুন রাজনৈতিক চুক্তিতে এক জোট হওয়ার আহ্বান জানান। বক্তারা মুক্তিযুদ্ধের সংগঠক জাসদ সভাপতি জাতীয় নেতা বীর মুক্তিযুদ্ধা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ সকল রাজবন্ধীর উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...