সিলেট ডিভিশনাল এসোসিয়েশন মালয়েশিয়া’র সম্মেলন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৫, ৭:১১ অপরাহ্ণ

সংবাদদাতা:

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেট ডিভিশনাল এসোসিয়েশন মালয়েশিয়া’র ৫ম সম্মেলন ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০২৫-২০২৬ সালের নতুন কমিটির আত্মপ্রকাশ এবং ১মবারের মতো স্মৃতি স্মারক ‘রিজিকে প্রবাস:অন্তরে স্বদেশ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন হয়েছে।
মঙ্গলবার ভিআইপি পিঠাঘর, বুকিত বিনতাং এ আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধনী অধিবেশনে আনোয়ার হোসেন সেলিমের সভাপতিত্বে এবং এবাদুর রহমান চৌধুরীর পরিচালনায় মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন শাহ শরিফ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ক্ষুদ্র ঋণ গবেষণায় বিশ্বসেরা গবেষক সিলেটের কৃতী সন্তান, সানওয়ে ইউনিভার্সিটি মালয়েশিয়ার এসোসিয়েট প্রফেসর ড. আবুল বাশার ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সিলেটের কৃতী সন্তান, ইউনিভার্সিটি টেকনোলজি মারা মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ড. নাজমুল হক, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল, ব্যবসায়ী শেখ আজিজুর রহমান রুহেল, সংগঠনের অন্যতম উপদেষ্টা মো. আক্তার মিয়া ও নুর মিয়া প্রমুখ। এছাড়াও মালয়েশিয়ায় বসবাসরত, কর্মরত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কমিউনিটি নেতারা এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী ফয়েজ উদ্দিন। বক্তব্য রাখেন সাবেক সভাপতি ব্যবসায়ী শাহাদাৎ খান রাসেল, মো: উজ্জ্বল হোসেন, আমির হামজা, অলি আহমদ সানি ও মো: রুহুল আমীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিথুন, মাহবুবর রহমান রাহি, তালুকদার মোহাম্মদ মকবুল, আজমল হোসেন জোনাক, মোহাম্মদ মোস্তফা, মো: শহীদুল ইসলাম প্রমুখ।
পরে ব্যবসায়ী ফয়েজ উদ্দিনকে সভাপতি ও এবাদুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে সিলেট ডিভিশনাল এসোসিয়েশন মালয়েশিয়ার ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া এবারের অনুষ্ঠানের বড়ো আকর্ষণ ছিল সিলেটের এক সময়ের তুখোড় সংগঠক বর্তমানে মালয়েশিয়া প্রবাসী অলি আহমদ সানি’র সম্পাদনায় এসোসিয়েশনের ১ম প্রকাশনা স্মৃতি স্মারক ‘রিজিকে প্রবাস : অন্তরে স্বদেশ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন। মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ড. আবুল বাশার ভূঁইয়া। এই ম্যাগাজিনে সিলেটের ইতিহাস, সংস্কৃতি এবং প্রবাসীদের জীবনের গল্প ফুটে উঠেছে। সম্মেলনে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সিলেটের ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন মাহমুদুল হাসান সুমন ও সানাউল্লাহ আরেফিন মাসুদ।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...