সোহান ঝড়ে রংপুরের অবিশ্বাস্য জয়

স্পোর্টস রিপোর্টার,

  • প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ

বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে তিন উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। ফ্রাঞ্চাইজিটির এই জয়ের কারিগর নুরুল হাসান সোহান। প্রায় হারতে বসা ম্যাচে তার ব্যাটিং তাণ্ডবে শেষ হাসি হাসে রংপুর।

আগে ব্যাট করে ১৯৭ রানের বিশাল সংগ্রহ পায় বরিশাল। জবাবে শেষ ওভারে রংপুরের দরকার ছিল ২৬ রান। কাইল মায়ার্সের করা সে ওভারে তিনটি করে চার ও ছয়ের সাহায্যে ৩০ রান করেন সোহান। শেষ পর্যন্ত সাত বলে ৩২ রানে অপরাজিত থাকেন রংপুর দলপতি।

রংপুরের হয়ে সমান ৪৮ রান করেন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। ৩৮ রান আসে তৌফিক খানের ব্যাট থেকে। ৪৮ রানের বিনিময়ে দুই উইকেট নেন জাহানদাদ খান।

এর আগে বরিশালের বিশাল পুঁজিতে সামনে থেকে নেতৃত্ব দেন কাইল মায়ার্স। ২৯ বলে ৬১ রান করেন এই ক্যারিবিয়ান তারকা। ৩০ বলে ৪১ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ৩৪ বল মোকাবেলা করা তামিম করেন ৪০ রান। মাত্র ৬ বলে ২০ রানের ছোট ঝড়ো ইনিংস খেলেন ফাহিম আশরাফ। রংপুরের হয়ে দুই উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি। বিনিময়ে ৪৭ রান খরচ করেন। একটি করে উইকেট নেন আকিফ জাভেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...