সীমান্ত নিরাপদ আছে, রক্ত দিয়ে হলেও নিরাপদ রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সীমান্ত নিরাপদ আছে, ‌রক্ত দিয়ে হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে। কেউ কোনো ক্ষতি করতে পারবে না। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের সরকার সীমান্ত নিয়ে ভাবেননি, এখনকার সরকার ভাবছেন বলেই এই উত্তেজনা।বিএসএফ আর বিজিবির মধ্যে আলোচনা চলছে, শীঘ্রই চাপাইনববগঞ্জ সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি সমাধান হবে। আগে কিছুটা ছাড় দেয়া হলেও, এখন সীমান্তে কোনো ছাড় দেয়া হবে না।

এ সময় উপদেষ্টাদের পরিচয় দিয়ে কেউ কোনো সুবিধা নিতে চাইলে পুলিশকে ধরিয়ে দেয়ার কথা বলেন তিনি। পাশাপাশি তাদেরও কোন দূর্নীতি আছে কি না, তাও দেখার জন্য সাংবাদিকদের আহ্বান করেন উপদেষ্টা।

তিনি বলেন, বিএসএফ আর বিজিবির মধ্যে আলোচনা চলছে। চাপাইনববগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটা নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি শিগগিরই সমাধান হবে।

সিভিল সার্ভিস বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, চাকরি হারানোর ভয় না থাকায় সিভিল সার্ভিস কর্মীদের ক্ষেত্রে সেবায় অনীহা কাজ করে। শৃঙ্খলা থাকলে ক্যাডারদের মধ্যে রাজনৈতিক লেজুড়বৃত্তি থাকতো না।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...