রাজধানীতে বাসচাপায় কিশোর নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ৯:২১ পূর্বাহ্ণ

রাজধানীর রামপুরায় ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় এক কিশোর নিহত হয়েছেন। নিহত ওই কিশোরের নাম মো. সাজিদ (১৫)। গতকাল শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টায় মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

নিহত ওই কিশোরকে নিয়ে আসা মজিবর গাজী জানান, পূর্ব রামপুরা ডিআইটি রোডে একটি অটো সেন্টারের কর্মচারী ছিলেন সাজিদ। সন্ধ্যার দিকে ওই প্রতিষ্ঠান থেকে বের হয়ে ডিআইটি রোডে ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় রমজান পরিবহন নামের একটি বাসের ধাক্কায় নিচে পড়ে চাপা খায় সাজিদ। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের নাম ছাড়া অন্য কোনো ঠিকানা এখনও জানা যায়নি।’

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...