সব
স্বদেশ বিদেশ ডট কম
পুলিশ বাহিনীর ছয় কর্মকর্তা এবং আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। প্রসিকিউশনের তদন্ত দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেয় তিন সদস্যের ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তবে গ্রেপ্তারের সুবিধার জন্য পরোয়ানা জারি হওয়া আটজনের নাম ও পরিচয় প্রকাশ করেননি প্রধান কৌঁসুলি।
তিনি বলেন, আজকে ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যাদের মধ্যে ছয়জন হলেন পুলিশ। বাকি দুই জন হলেন আওয়ামী লীগ নেতা। তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত সংস্থা সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন।
তাজুল ইসলাম বলেন, আজকে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তারা প্রত্যেকের বিরুদ্ধে ঢাকা শহরের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন। চারটি পিটিশনে আলাদা আলাদাভাবে মোট ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03