আবিদা ইসলাম লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার

মতিয়ার চৌধুরী, লন্ডন,

  • প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫, ৬:১৫ অপরাহ্ণ

গতকাল ২৭ জানুয়ারী ২০২৫ এইচ-ই মিসেস আবিদা ইসলাম যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ করেছেন। মেক্সিকো সিটি থেকে লন্ডনে পৌঁছে তিনি তাঁর নতুন কর্মস্থল লন্ডন মিশনে আসলে হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। মিসেস আবিদা ইসলাম সাইদা মুনা তাসনিমের স্থলাভিসিক্ত হলেন।

মিসেস আবিদা ইসলাম একজন পেশাদার কূটনীতিক, কর্মজীবনে এর আগে লন্ডনে ফার্স্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দক্ষিণ কোরিয়ায় এবং অতি সম্প্রতি মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

কৌশলগত গুরুত্বের কারণে যুক্তরাজ্যের লন্ডন হাইকমিশন বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মিশন। হাইকমিশনার হিসেবে মিসেস ইসলাম নতুন কর্মস্থলে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তবে আমাদের বিশ্বাস তার অভিজ্ঞতা এবং কূটনৈতিক দক্ষতা তাকে বুদ্ধি ও কৌশলের সাথে সকল কিছু মোকাবেলা করতে পারবেন।

ব্রিটেনে বসবাসরত ব্রিটিশ বাংলদেশী কমিউনিটির বিশিষ্টজনদের অনেকেই তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেছেন তিনি তার পূর্বসূরী (সানউল হক খ্যাত) সাইদা মুনা তাসনিমের মতো আচরণ না করে একজন পেশাদার কুটনীতিক হিসেবে তার সততা ও দক্ষতার পরিচয় দেবেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...