নো-ভিসা ফি বৃদ্ধি ও ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট বন্ধের প্রতিবাদে লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,

  • প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ

নো-ভিসা ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি এবং বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট বন্ধের আশঙ্কার প্রতিবাদে ও সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের দাবিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডস্থ রয়েল বেঙ্গলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ। সভা যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব সমাজসেবক মো. তাজুল ইসলাম এবং কো-কনভেনর ব্যবসায়ী জামাল হোসেন।

সভায় প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা ও সাংবাদিক কে. এম. আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক সিভিক মেয়র কাউন্সিলার জোছনা ইসলাম, কবি মুজিবুল হক মনি, কাউন্সিলার সাম ইসলামসহ আরও অনেকে।

মূল দাবিসমূহ:
১. নো-ভিসা ফি ৪৬ পাউন্ড থেকে ৭০ পাউন্ডে বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। অবিলম্বে এটি বাতিল বা কমাতে হবে।
২. দীর্ঘ ২২ বছরেও সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হয়নি। কাতার, আমিরাতসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইনের ফ্লাইট চালুর ব্যবস্থা করতে হবে।
৩. বিমান ভাড়া বৃদ্ধি প্রবাসীদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে, যা কমাতে হবে।
৪. ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট চালু রাখার জন্য স্পষ্ট ঘোষণা দিতে হবে।

বক্তারা জানান, তাদের দাবি না মানলে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো বন্ধ করা এবং বিমান বর্জনের মতো কর্মসূচি গ্রহণ করা হতে পারে।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন যুব সংগঠক এস. কে. সালাম। এছাড়া প্রবাসের মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব এ এস মোহাম্মদ চৌধুরী সিংকাপনী এবং সমাজকর্মী মোহাম্মদ কামাল মনসুরের মৃত্যুতে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

সভাপতির বক্তব্যে হারুনুর রশিদ সভার সফলতার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...