মেজর জেনারেল কে এম শফি উল্লাহর মৃত্যুতে মুক্তিযোদ্ধাদের শোক প্রকাশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ণ

সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে এম শফি উল্লাহর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। মুক্তিযুদ্ধের ঊষালগ্নে কে এম শফি উল্লাহ পাকিস্তান সামরিক বাহিনীর কর্মরত অফিসার থাকা অবস্থাতেই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। নয় মাসের মরনপণ যুদ্ধে মুজিবনগর সরকারের অধীনে তিনি যুদ্ধ করেন এবং তিন নাম্বার সেক্টরের নেতৃত্ব দেন।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ১৯৭২ সালে সরকার তাঁকে বীর উত্তম খেতাবে সম্মানিত করে। দেশ মুক্ত হবার পর তিনি স্বাধীন দেশের প্রথম সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি কূটনীতিক এবং সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। আমরা বৃটেনে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা কে এম শফি উল্লাহর আত্মার চির শান্তি কামনা করছি।

পরম করুণাময়ের কাছে দোয়া করি তিনি যেন মরহুমকে বেহেস্ত নসীব করেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি।

যুক্তরাজ্যে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের পক্ষে ফয়জুর রহমান খান এবং লোকমান হোসেন । -সংবাদ বিজ্ঞপ্তি

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...