সব
সিলেট ব্যুরো অফিস,
সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উনিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—প্রাইভেটকারচালক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সুহেল (৪০), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)। একজনের নাম জানা সম্ভব হয়নি।
নিহতদের বিষয়টি নিশ্চিত করেন ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল পুলিশ সুপার আশরাফুজ্জামান (পিপিএম)। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।
Developed by:
Helpline : +88 01712 88 65 03