সব
বিনোদন ডেস্ক,
বর্তমান সময়ের ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল অভিনয় ও গ্ল্যামার দিয়ে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। তবে বছরজুড়েই বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে থাকেন। আসছে ভালোবাসা দিবসেও বেশ কয়েকটি নাটক নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তার।
এদিকে, বর্তমান সময়ে বিভিন্ন শুটিং স্পট থেকে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনা ঘটছে। এতে স্পটে থাকা শিল্পীরা তাদের গোপনীয়তা হারাচ্ছেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে অনেক শিল্পীই অভিযোগ তুলে প্রতিবাদ করেছেন। এবার সেই কাতারে যুক্ত হলেন কেয়া পায়েল।
কেয়া পায়েল বলেন, এটা খুবই বিরক্তিকর। দেখা যায় শুটিং চলছে, সেখানে শুটিং করছি বা রিহার্সাল করছি। আমি নিজেই জানি না, সেই সব ভিডিও ধারণ করে কেউ কেউ ফেসবুকে পোস্ট করছে। এটা নিয়ে আমি শুটিংয়ে সোচ্চার।
গোপনে ভিডিও ধারণকারীদের উদ্দেশে কেয়া বলেন, অ্যাটলিস্ট অনুমতি নিয়ে ছবি তোলা বা ভিডিও করা উচিত। সবচেয়ে বেশি খারাপ লাগে যখন শুটিং শেষ করে নিজের মতো করে একটু বসে আছি বা কারও সঙ্গে কথা বলছি, তখন ভিডিও করছে। তখন ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না, তখন বলতে হয়, প্লিজ ভিডিও কইরেন না। এভাবে ভিডিও করাকে আমার কাছে বিরক্ত মনে হয়।
Developed by:
Helpline : +88 01712 88 65 03