অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবীতে লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের লিফলেট বিতরণ

মতিয়ার চৌধুরী-লন্ডন,

  • প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশে আইনশৃঙ্খলার অবনতি, মানবাধিকার লঙ্ঘন, মিথ্যা মামলা, সংখ্যালঘু নির্যাতন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

মাসব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পূর্ব লন্ডনের ব্রিকলেন ও হোয়াইট চ্যাপেলের বিভিন্ন রাস্তা এবং শপিং সেন্টারে লিফলেট বিতরণ করা হয়। এতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন লন্ডনে অবস্থানরত সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, আব্দুল আহাদ চৌধুরী, মেহের নীগার চৌধুরী, আ.স.ম. মিসবাহ সারব আলী, শাহ শামীম আহমদ, জামাল খানসহ অন্যান্য নেতাকর্মীরা।

এসময় আওয়ামী লীগ নেতারা প্রবাসী বাংলাদেশিদের প্রতি সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...