সব
স্বদেশ বিদেশ ডট কম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার “ডিজিটাল ইউনিভার্সিটি”র নাম পরিবর্তন করে “বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি” করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার সকালে (২৪ ফেব্রুয়ারি) কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক স্টেশন এলাকায় এ বিক্ষোভ করেন তারা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ)-এর নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে তাদের এ নাম পছন্দ হয়নি। তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করতে হবে।
এর আগে আরও দু’দিন তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন। সে সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। সোমবার সকালে তারা প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে পাশেই হাইটেক রেল স্টেশনের সামনে অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
হাইটেক স্টেশনের টিকিট বুকিং কর্মকর্তা আলম বলেন, “সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কয়েকজন রোগী থাকায় তাদের স্বজনদের অনুরোধে শিক্ষার্থীরা আনুমানিক ১০টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি ছেড়ে দেন। তবে শিক্ষার্থীরা রেললাইনের ওপর বসে অবরোধ সৃষ্টি করে রেখেছেন। অবরোধের কারণে মৌচাক ষ্টেশনে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি থেমে থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।”
গাজীপুরের জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, “ঢাকা-টাঙ্গাইল রেললাইনে অবরোধ চলছে। হাইটেক স্টেশনে শিক্ষার্থীরা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে রাখলেও যাত্রীদের অনুরোধে পরে ছেড়ে দেন। সকাল থেকে এই রেলপথ শুধু একটি ট্রেন সিরাজগঞ্জ কমিউটার যেতে পেরেছে। বর্তমানে রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”
ইউনিভার্সিটির প্রক্টর রাকিব হোসেন বলেন, “নাম পরিবর্তনের বিষয়টি শনিবার নিয়ে জরুরি সভা ডেকে আলোচনা হয়েছে।”
Developed by:
Helpline : +88 01712 88 65 03