বর্ণিল আয়োজনে হিলালপুর প্রিমিয়ার লীগের ১৭তম আসর সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি,

  • প্রকাশিত: ৩ মার্চ ২০২৫, ৪:০০ পূর্বাহ্ণ

প্রতিবারের মতো এবার ও বর্ণিল আয়োজনে গোলাপগঞ্জের হিলালপুর প্রিমিয়ার লীগের ১৭তম আসর সম্পন্ন হয়েছে শুক্রবার (২৮ ফেব্রুয়ারী)। দিনব্যাপী এই খেলার উদ্বোধনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। হিলালপুর ক্রিকেট এসোসিয়েশন এর অন্যতম পরিচালক ও হিলালপুর জামে মসজিদের ক্যাশিয়ার সুলেমান আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান, লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবী, উক্ত টুর্নামেন্টের অন্যতম পৃষ্টপোষক ও ক্রিড়া ব্যক্তিত্ব সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল৷ এছাড়াও খেলা উপভোগ করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী অল সিজন ফুড লিমিটেড এর পরিচালক কাজী ফয়জুল ইসলাম পারভেজ, হেলাল উদ্দিন, সাহাব উদ্দিন, সিরাজ ছাতা কোম্পানির পরিচালক সিরাজ উদ্দিন, আব্দুল কাদির, মুহিব উদ্দিন, সুমন রহমান, কাজি কবির উদ্দিন, কলা মিয়া, প্রভাতি বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক জ্যোতি পুরকায়স্থ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ক্যারল বলেন, হিলালপুর এমটি আদর্শ গ্রাম, ইতিমধ্যে অনেক স্বুনাম অর্জন করেছে, প্রচুর গুণীজন এই গ্রামে জন্মগ্রহণ করেছেন। দেশে এবং বিদেশে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সফল ভাবে পালন করে যাচ্ছেন এই গ্রামের গুণীজন। হিলালপুর ক্রিকেট এসোসিয়েশন এর মাধ্যমে সফলভাবে একটানা ১৭ বছর যাবৎ হিলালপুর প্রিমিয়ার লীগ চালিয়ে যাওয়া সাধারণ ব্যাপার নয়। একটি গ্রামের জন্য বিরাট গৌরবের বিষয়। খেলাধুলা মন ও দেহকেই শুধু সুস্থ রাখেনা, মানুষকে মেধা ও মনন বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা, তাই সুস্থ মনের জন্য নিয়মিত খেলাধুলা প্রয়োজন।

বরাবরের মতো টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করেন এবং দক্ষতার সাথে টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন – সুলেমান আহমদ, কাসেদুল ইসলাম সাকের, জামিল হোসেন ও ইসমাইল আহমদ। ১৭ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে সুলেমান আহমেদ এর দল এবং রানারআপ ইসমাইল আহমদ এর দল। উক্ত লীগে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হোন সামি, সেরা বোলার মুসা এবং ম্যান অব দ্য ফাইনাল হোন রমজান। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জনাব আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং বিশেষ অতিথি জনাব বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মামুনুর রশীদ রাজু।

হিলালপুর প্রিমিয়ার লীগের ১৭তম আসর সফল ও সুন্দর করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন যারা, হিলালপুর ক্রিকেট এসোসিয়েশন এর পক্ষ থেকে তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয়েছে। একদল তরুণদের অক্লান্ত পরিশ্রমে ফলে এই খেলা সফল ও সুন্দর হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সুলেমান আহমেদ, সাকের ইসলাম, আলমগীর হোসেন, নুরুজ্জামান রাজু প্রমুখ।

হিলালপুর গ্রামের তরুনদের অত্যন্ত আগ্রহের একটি দিনে পরিনত হয়েছে হিলালপুর প্রিমিয়ার লীগ ( HPL) খেলার দিনটি। প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করে এই গ্রামের শিশু, কিশোর, যুবক এমনকি বয়স্করাও। এই খেলা শুধু তো আর খেলা নয় এটা হিলালপুর গ্রামের মানুষের মিলনমেলাও বটে। এই খেলার মাধ্যমে গ্রামের সবার মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। প্রতি বছর এই খেলাকে সুন্দর করে, সফলভাবে সম্পন্ন করার জন্য যারা বিভিন্নভাবে সাহায্য করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...