অসুস্থতার ছুটি না পেয়ে সহকর্মীর মৃত্যুর অভিযোগ, পোশাকশ্রমিকদের বিক্ষোভ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ মার্চ ২০২৫, ১২:২৩ অপরাহ্ণ

গাজীপুরের বোগরা বাইপাস মোড় এলাকায় ‘প্যানারোমা গার্মেন্টসের’ এক অসুস্থ শ্রমিককে ছুটি না দেয়ায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন এমন অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন সহকর্মী পোশাকশ্রমিকেরা। আজ সোমবার (৩ মার্চ) সকালে বিক্ষোভ করেন তাঁরা।

শ্রমিকদের বিক্ষোভের কারণে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে অন্তত ৩ কিলোমিটার এলাকায় গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের এডিসি (ট্রাফিক) অশোক কুমার পাল বলেন, “যতদূর জানতে পেরেছি, বাইপাস মোড় এলাকার প্যানারোমা গার্মেন্টসের এক শ্রমিক রোববার অসুস্থ হয়ে পড়েন। তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও গার্মেন্টস কর্তৃপক্ষ তাকে চিকিৎসা সেবা নিতে ছুটি দিতে অসম্মতি জানায়। পরে তিনি মারাও যান।

“এ খবর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে সোমবার সকালে তারা বিক্ষোভ শুরু করে।”

তিনি বলেন, এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে, ওই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহের ভোগড়া বাইপাস মোড় থেকে দক্ষিণে বোর্ড বাজার পর্যন্ত এবং উত্তরে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানজট ছাড়িয়ে গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে জানিয়ে ট্রাফিক পুলিশের কর্মকর্তা অশোক কুমার বলেন, সকাল সোয়া ১০টা পর্যন্ত একই অবস্থা বিরাজ করছিল; শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে নিহত শ্রমিকের নাম-পরিচয় জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...