ফিফার আর্থিক নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলো বাফুফে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ মার্চ ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয় মূলত ফিফার অনুদানের ওপর নির্ভরশীল। তবে ২০১৮ সালে আর্থিক অনিয়মের তালিকায় চলে যায় বাফুফের নাম। যার ফলে আর্থিক অনুদান পেলেও তা নানা নজরদারিতে থাকত, সে অঙ্কটাও খুব বেশি হতো না। এবার সে নিষেধাজ্ঞা থেকে অবশেষে মুক্তি পেয়েছে ফেডারেশন।

বাফুফে শুক্রবার এক বিবৃতিতে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আর্থিক বিষয়ে স্বচ্ছতার কারণে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। ২০১৮ সাল থেকে ফিফা’র আর্থিক নিষেধাজ্ঞায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও বর্তমান কমিটির নেতৃত্বে বাফুফের ক্রয়, বিক্রয় ও আর্থিক লেনদেনের স্বচ্ছতার ভিত্তিতে ফিফা সম্পূর্ণরূপে সেই আর্থিক নিষেধাজ্ঞা আজ থেকে তুলে নিয়েছে।

২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাফুফের ক্রয়সংক্রান্ত বিষয়ে অসঙ্গতি ধরা পড়ে ফিফার তদন্তে। ওই তদন্তের জেরে এবং আরও নানা কারণে ২০২৩ সালের এপ্রিলে বাফুফের সেসময়কার সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করে ফিফা। গত বছর মে মাসে নিষেধাজ্ঞা বাড়িয়ে তিন বছর করে সংস্থাটি।

আর্থিক লেনদেনে অসঙ্গতির কারণে সেসময় বাফুফের চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু হোসেন ও ম্যানেজার (অপরারেশন্স) মিজানুর রহমানকে নিষিদ্ধ করেছিল ফিফা। আর সেসময়কার বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদিকে করা হয় জরিমানা।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...