সব
স্বদেশ বিদেশ ডট কম
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ‘আধিপত্য নিয়ে’ দুই পক্ষের গোলাগুলিতে এক যুবক নিহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।
৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ ফজলে রাব্বি জানান, শনিবার রাত ৯ টার পর ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-২১ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রফিক (৩৩) ওই ক্যাম্পের শামসুল আলমের ছেলে।
৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কায়সার রিজবী কোরাইশী গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় দুজনকে স্থানীয় জনতা আটক করে তাদের হাতে তুলে দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে আহত ওই যুবককে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত রোহিঙ্গা যুবক প্রতিবন্ধী বলে জেনেছি।
তিনি বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার অনেক তথ্য বেরিয়ে আসতে পারে।
পুলিশ ও রোহিঙ্গা নেতারা বলেন, এর আগে ৪ মার্চ রাতে উখিয়ার তানজিমারখোলা আশ্রয়শিবিরে তারাবিহর নামাজ শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে রোহিঙ্গা নেতা ও আশ্রয়শিবিরের হেড মাঝি মোহাম্মদ নুরকে। কয়েক দিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় আশ্রয়শিবিরে সাধারণ রোহিঙ্গার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03