রাজশাহীতে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ, বগি লাইনচ্যুত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ৪:১১ অপরাহ্ণ

রাজশাহীতে ভুল সিগন্যালের কারণে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে এ সংঘর্ষ হয়।

ট্রেন দুটির একটি পরিষ্কার করার জন্য ওয়াশপিটে যাচ্ছিল, অন্যটি সেখান থেকে বের হচ্ছিল। যাত্রী ছিল না বলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে দুটি ট্রেনেরই একটি করে বগি লাইনচ্যুত হয়।

রাজশাহী স্টেশনের ওয়াশপিট সুপারভাইজার শাহাবুল ইসলাম জানান, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দু’টি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাবান্ধা এক্সপ্রেস।

স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ জানান, ধূমকেতু বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু উদ্ধার হতে সময় লাগায় সেটি বিলম্বে ছাড়তে পারে। ইতোমধ্যে উদ্ধার ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, ওয়াশপিটে পরিষ্কার করার পর বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। তখন ভুল সিগন্যালের কারণে পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ সময় দুটি ট্রেনের সাইড কলিউশন (পার্শ্ব সংঘর্ষ) হয়। তবে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

মহাব্যবস্থাপক আরও বলেন, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...