হিথ্রো বিমানবন্দর বন্ধ, মাঝপথ থেকে ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ

বিদ্যুৎ-বিভ্রাটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় মাঝপথ থেকে ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনগামী ফ্লাইট। আজ শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হিথ্রো বিমানবন্দরের কাছে বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত পর্যন্ত বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট উঠা-নামা বন্ধ থাকায় উড়োজাহাজটি মাঝপথ থেকে ফেরত এসেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফ্লাইট চলাচল শুরু হবে।

যুক্তরাজ্যের এই বিমানবন্দরে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০টি উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়ন করে। গত বছর রেকর্ড ৮৩ দশমিক ৯ মিলিয়ন যাত্রী এই বিমানবন্দরের টার্মিনাল দিয়ে যাতায়াত করেছেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...