পদ্মার এক বোয়াল বিক্রি প্রায় ৩৪ হাজার টাকা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ৮:১৪ অপরাহ্ণ

রাজবাড়ীর দৌলতদিয়ায় জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ। জানা গেছে ৩৩ হাজার ৮০০ টাকায় মাছটি বিক্রি হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকালে দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে নিমাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে নিমাই হালদার ও তার সঙ্গীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় সকালে জাল ফেলেন। এ সময় তাদের জালে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকায় নিয়ে আসলে চাঁদনি এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা ২ হাজার ৫০০ টাকা কেজি দরে তিনি কিনে নেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৫০০ টাকায় কিনে অনলাইনের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে খরচসহ ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা গণমাধ্যমকে বলেন, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় এখন জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...