পলাশে মুগ্ধ অংশু

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ণ

অভিনেতা জিয়াউল হক পলাশকে এর আগে বিভিন্ন ধরনের চরিত্রে দেখেছে দর্শক। কখনো ড্যান্সার, কখনো ডাকাত। সব চরিত্রেই নিজেকে ছাপিয়ে গেছেন এই অভিনেতা। পেয়েছেন দর্শকের কাছ থেকে অসম্ভব ভালোবাসা। এবার তাকে দেখা যাবে একজন বক্সারের চরিত্রে। যেই চরিত্রে এর আগে দেখেনি দর্শক।

এবারের ঈদে পলাশের বেশ কয়েকটি কাজ প্রকাশ পাবে। যার মধ্যে ঈদের ফিকশন ‘খালিদ’ অন্যতম। এতেই বক্সারের চরিত্রে হাজির হবেন তিনি। যার একঝলক প্রকাশ পেয়েছে টিজারে।

মাত্র এক মিনিটের টিজারে বক্সিং, গ্ল্যামারস, খুনের রহস্যের আভাস উঠে এসেছে, যা দেখে মুগ্ধ হয়েছে নেটিজেনরা। বিশেষ করে টিজারে পলাশের মুখের সংলাপ ‘নরকের মধ্যে ভিআইপি ট্রিটমেন্ট নরকের মতোই হয়’ যেন দুর্দান্ত কিছুর ইঙ্গিত দিচ্ছে। প্রকাশিত এই টিজারটিতে অন্যরকম এক পলাশকে দেখেছে দর্শক।

এই ফিকশনের গল্প বোহেমিয়ান এক বক্সারের জীবনের কিছু কিছু অংশ নিয়ে। যার জন্য পলাশকে নিয়মিত অ্যাথলেট ট্রেনিং ও জিম করতে হয়েছে। কারণ তিনি চরিত্রটিতে নিজের সেরাটি দেওয়ার জন্য সর্বোচ্চ উজার করেছেন বলে জানান এর নির্মাতা তানিম রহমান অংশু। তিনি বলেন, ‘আমরা এ কাজটি নিয়ে দীর্ঘ সময় গবেষণা করেছি। চেষ্টা করেছি গতানুগতিক ইউটিউব কনটেন্টের বাইরে নতুন কিছু করতে। যার জন্য খালিদের গোটা টিম আমাকে সহযোগিতা করেছে। বিশেষ করে পলাশ। দুর্দান্ত অভিনয় করেছে। আমি যা চেয়েছি, অভিনয় তারে চেয়ে দ্বিগুণ করেছে। ওর সঙ্গে কাজ করতে পেরে আমি মুগ্ধ। কারণ আর্টিস্ট সহযোগিতা না করলে নির্মাতার জন্য ভালো কাজ বের কার মুশকিল হয়ে যায়। এই দিক থেকে আমি খালিদের গোটা টিম নিয়ে গর্বিত।’

ক্যান্টনমেন্টের বৈঠকে রিফাইন্ড আ. লীগের জন্য চাপ দেয়নিক্যান্টনমেন্টের বৈঠকে রিফাইন্ড আ. লীগের জন্য চাপ দেয়নি
এ সময় কাজটি নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানান অংশু। তিনি বলেন, ‘খালিদ’ নিয়ে আমার ব্যাপক প্রত্যাশা। কারণ এর টিজার প্রকাশের পর দর্শকের রিঅ্যাকশন। এখন এটি মুক্তির আগে নতুন একটি গান প্রকাশের প্রস্তুতি চলছে। যার কাজ এখনো শেষ হয়নি। আশা আছে এটি প্রকাশের পর দর্শকের মধ্যে খালিদ নিয়ে আরও আগ্রহ বেড়ে যাবে। এখন বাকিটা মুক্তির পর দর্শক বলবে।

এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন পলাশ। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, তানিয়া আহমেদ, সাফা কবির, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। আসন্ন ঈদে এটি ক্লাব ইলেভেনের ইউটিউবে মুক্তি পাবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...