সব
স্বদেশ বিদেশ ডট কম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তথ্য ফাঁস হওয়ার কারণে অনেক আসামি পালিয়ে যাচ্ছেন। এ তথ্য ফাঁসের সঙ্গে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রসিকিউশন সংস্থার কেউ জড়িত থাকতে পারেন। আমরা প্রমাণ সংগ্রহের চেষ্টা করছি। তথ্য ফাঁসের সঙ্গে যেই জড়িত থাকুক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন। এসময় তদন্তে যার নাম আসবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দেন তিনি। জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ঈদের পর দাখিল হবে বলে জানান চিফ প্রসিকিউটর।
Developed by:
Helpline : +88 01712 88 65 03