ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ণ

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটির সাধারণ সভা ৬ এপ্রিল রোববার ভার্চুয়ালি জুম প্লাটফরমে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির সভাপতি আহমেদ উস সামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনসুর আহমদ খানের পরিচালনায় সভার শুরুতে হার্ট ফাউন্ডেশন সিলেটের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম এডভোকেট সালেহ আহমেদের মৃত্যুতে রুহের মাগফিরাত ও ইউকে কমিটির সকল মরহুম ও যারা অসুস্থ মিসেস জামিল চৌধুরী ও ইউকে কমিটির ডোনার মেম্বার সাবেক কাউন্সিলার মোহাম্মদ সুলতান সহ সকলের জন্য দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন ভাইস চেয়ারম্যান মানিক মিয়া। সবাইকে স্বাগত ও পরিচয় করিয়ে দিয়ে বক্তব্য রাখেন ইউকে ফাউন্ডার সেক্রেটারি ও সিলেটের সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ মেম্বার মিছবাহ জামাল। সভায় হার্ট ফাউন্ডেশন সিলেটের প্রেস এঊ পাবলিসিটি সেক্রেটারি পুন্যভুমি সম্পাদক আবু তালেব মুরাদ বাংলাদেশ ও লন্ডন থেকে ইন্টারনাশনাল রিলেশন সেক্রেটারি এস আই আজাদ আলী হার্ট ফাউন্ডেশন সিলেট হসপিটালের প্রতি ইউকে কমিটির সকলের বিশেষ করে ৭ম তলা নির্মানে ও জাকাত ফান্ডে অর্থ প্রদানের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বাংলাদেশ থেকে আরো যোগদেন উপদেষ্টা এম শামসুদ্দিন। একে একে মতামত রাখেন উপদেষ্টা বোর্ডের সদস্য এম এ মুনিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাঃ আলাউদ্দিন আহমেদ, জয়েন্ট সেক্রেটারি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ট্রেজারার গোলাম রব্বানী রুহি আহাদ, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি অনুপম নিউজ টোয়েন্টিফোর সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি ডাঃ সৈয়দ মাসুক আহমদ, সোস্যাল সেক্রেটারি শেখ ফারুক আহমেদ, ইসি মেম্বার মতিউর রহমান খোকন, প্রফেসর মিসবাহ কামাল প্রমুখ গুরুত্বপূর্ণ মতামত বাক্ত করেন।

অতি সম্প্রতি ইউকে কমিটির পক্ষে ৯ লাখ ৭ হাজার ৬২১ টাকা ও জানুয়ারী মাসে দেশে ইউকে কমিটির মাধ্যমে আমন্ত্রিত অতিথি হিসাবে যোগ দিয়ে মেজর জেনারেল আজিজুর রহমান বীর উত্তম ১ লাখ টাকা প্রদান করেন ও এস আই আজাদ আলি ৭৫ হাজার টাকা, প্রফেসর মিসবাহ উদ্দিন আহমেদ (মিসবাহ কামাল) ১ লাখ টাকা সব মিলিয়ে প্রায় ২০২৪ সালের ১০ লাখ ৭ হাজার ৬২১টাকা জাকাত ফান্ড প্রদান করা হয়।
ইউকে কমিটির চেয়ারমান আহমদ উস সামাদ চৌধুরী বলেন, বৃষ্টল শাহজালাল মসজিদে পবিত্র রমজানে গৃহীত প্রায় দেড় লাখ টাকা, মানিক মিয়া ৪০০ পাউন্ড, গোলাম রব্বানী রুহি আহাদ ৫০ হাজার টাকা ও ডাক্তার আলাউদ্দিন ২০২৫ সালের আরো ৫০ হাজার টাকা জাকাত ফান্ড দেওয়ার ঘোষণা করেন। আশা করা হচ্ছে কোরবানির ঈদের সময় সংগৃহীত জাকাত হস্তান্তর করা হবে।

এছাড়াও আগামি ১১মে চ্যানেল এস কনফারেন্স রুমে ইউকে কমিটির উপদেষ্টা ও ইসি কমিটির সদস্যদের নিয়ে একটি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরিশেষে সেক্রেটারি মনসুর আহমদ খান ও সভাপতি আহমেদ উস সামাদ চৌধুরী জেপি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি হয়।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...