সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক হেফাজতের

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫, ১:৪১ পূর্বাহ্ণ

আগামী ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মহাসমাবেশ সফল করতে মঙ্গলবার রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিব। সভায় দেশের আট বিভাগে মহাসমাবেশ সফল করার লক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সফর করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয়, মহানগর, জেলা ও জোন কমিটির দায়িত্বশীলদের নিয়ে মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৩ এপ্রিল জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। ৩ মের মহাসমাবেশ সফল করার জন্য শিগগিরই চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে নেতারা সফর করবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালাল উদ্দীন, মুফতি বশিরুল্লাহ, মাওলানা হাসান জামিল, মুফতি আজহারুল ইসলাম, মুফতি জাকির হুসাইন কাসেমী, মুফতি শরিফুল্লাহ, মুফতি কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা ইমরানুল বারি সিরাজী প্রমুখ।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...