চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে রাশিয়ান তিন যুদ্ধজাহাজ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ৪:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম, পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে শুভেচ্ছা সফরে এসে ভিড়েছে রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ।

রোববার জাহাজ তিনটি চট্টগ্রাম পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে এসে পৌঁছেছে। বর্তমানে চলছে নোঙর করার আনুষ্ঠানিকতা।

চার দিনের এ সফরে যুদ্ধজাহাজগুলোতে অবস্থানরত নাবিক ও নৌবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশ ও রাশিয়ার নৌ কর্মকর্তাদের সঙ্গে পেশাগত বিষয়ে মত বিনিময় করবেন।

একইসঙ্গে ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরির মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রামের নৌবাহিনীর কর্মকর্তারা। মূলত তিনটি যুদ্ধজাহাজ এই সফরে অংশ নিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রদূত চট্টগ্রামে এসে উপস্থিত থেকে যুদ্ধজাহাজ তিনটিকে স্বাগত জানান। একইসঙ্গে বাংলাদেশের নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা, বিশেষ করে চট্টগ্রাম নৌ অঞ্চলের কর্মকর্তারা, যুদ্ধজাহাজ পরিদর্শন করেন। নাবিকরা তাদেরকে আন্তরিক অভ্যর্থনা জানান।

বর্তমানে তিনটি যুদ্ধজাহাজ আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...