নভোএয়ার বন্ধের ‘গুঞ্জন’ উড়িয়ে দিলেন এমডি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ

নভোএয়ার বন্ধ হয়ে যাচ্ছে—এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছিল। সম্প্রতি তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যখন দেখা যায় নভোএয়ারের ওয়েবসাইটে ১৯ এপ্রিল ২০২৫ এর পরের কোনো ফ্লাইটের টিকিট বুকিং করা যাচ্ছে না। এ থেকেই অনেকে ধরে নেন, দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্সটি হয়তো আর চালু থাকছে না।

তবে এই গুঞ্জন অস্বীকার করেছেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান। এক বিবৃতিতে তিনি জানান, “একটি নির্দিষ্ট কারণে আমরা ১৯ এপ্রিলের পর কিছু সময়ের জন্য টিকিট বুকিং বন্ধ রেখেছিলাম। এখন আবার বুকিং চালু হয়েছে, ফ্লাইটও চলবে।”

প্রথমদিকে ওয়েবসাইটে বুকিং না পাওয়া গেলেও, মঙ্গলবার দুপুরের পর থেকে আবার টিকিট কাটা যাচ্ছে। নভোএয়ারের এক ঊর্ধ্বতন কর্মকর্তাও বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “আমরা আমাদের ছোট আকারের কিছু এয়ারক্রাফট বিক্রি করে বড়ো এয়ারক্রাফট কেনার পরিকল্পনায় ছিলাম। ক্রেতারা পরিদর্শনে আসার কথা থাকায় সাময়িকভাবে বুকিং বন্ধ ছিল। আজ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে ফ্লাইট চালু থাকবে।”

তবে এসব ব্যাখ্যা সত্ত্বেও অনেকে মনে করছেন, এয়ারলাইন্সটি হয়তো ধীরে ধীরে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের জানুয়ারিতে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের কাছে দুটি এটিআর ৭২-৫০০ এয়ারক্রাফট বিক্রি করার পর থেকেই এই গুঞ্জন আরও জোরালো হয়। বর্তমানে নভোএয়ারের বহরে পাঁচটি উড়োজাহাজ রয়েছে।

নভোএয়ার ২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহন শুরু করে। এক যুগে তারা এক লাখের বেশি ফ্লাইট পরিচালনা করে প্রায় ৭৫ লাখ যাত্রীকে সেবা দিয়েছে। এয়ারলাইন্সটি দেশের প্রথম ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করে উদ্ভাবনের দিক থেকেও এগিয়ে ছিল।

পুরস্কার তালিকাও কম নয়। ‘দ্য বাংলাদেশ মনিটর’ কর্তৃক তারা ২০১৪ ও ২০১৯ সালে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ এবং ২০২২ ও ২০২৩ সালে ‘বেস্ট অনটাইম পারফরম্যান্স’ অ্যাওয়ার্ড অর্জন করে।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। ২০১৬ সালে আন্তর্জাতিক রুট হিসেবে ঢাকা-কলকাতা ফ্লাইট চালু করলেও সেটি বর্তমানে স্থগিত রয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...