সব
স্বদেশ বিদেশ ডট কম
বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাঁধে এবার যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের নতুন এই দায়িত্ব বণ্টন করেন। বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল সরাসরি প্রধান উপদেষ্টার হাতে। নতুন বণ্টনের ফলে অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ইউনূস। এরপর ধাপে ধাপে উপদেষ্টা পরিষদে নতুন মুখ যোগ হয়েছেন। শেখ বশিরউদ্দীন গত বছরের ১০ নভেম্বর বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। আজকের সিদ্ধান্তে তার দায়িত্বের পরিধি আরও বেড়ে গেল।
বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টাসহ সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জন।
Developed by:
Helpline : +88 01712 88 65 03