চট্টগ্রাম টেস্টে দরকার একটা ‘দাপুটে জয়’

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ১:৫৩ অপরাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হারের ধাক্কা যেন কিছুতেই মানতে পারছেন না সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। নিজের খেলোয়াড়ি জীবন থেকে শুরু করে পরবর্তীতে টিম ম্যানেজমেন্ট ও প্রশাসনিক ভূমিকায় থাকাকালীন পুরো সময়জুড়ে বাংলাদেশের ধারাবাহিক এগিয়ে চলা যাত্রার একজন প্রত্যক্ষ সাক্ষী তিনি। সেই তিনিই হতাশ সিলেটে দলের পারফরম্যান্স দেখে।

“এটা বাংলাদেশ দলের স্ট্যান্ডার্ড নয়,” সাফ জানিয়ে দেন বাশার। তার মতে, দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে জয় ছাড়া কোনো বিকল্প নেই শান্তদের সামনে।

১৯৯৭ সালে শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বৈরথের শুরুর দিনগুলো ছিল একপাক্ষিক — বাংলাদেশ ছিল ধরাশায়ী, আর প্রতিপক্ষের শিবিরে ছিল হিথ স্ট্রিক, ফ্লাওয়ার ভাইরা, টাইবুর মতো বিশ্বমানের ক্রিকেটাররা। কিন্তু সময়ের ব্যবধানে পাল্টেছে চিত্র। ২০০৫ সালে চট্টগ্রামে প্রথম টেস্ট জয়ে আত্মবিশ্বাস খুঁজে পায় বাংলাদেশ, এরপর থেকে ঘুরে দাঁড়ায় দৃঢ়ভাবে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আর কখনও হারেনি।

তবে এবার সিলেটে সেই জিম্বাবুয়ের কাছেই হেরে যায় বাংলাদেশ, তাও বেশ বাজেভাবেই। ম্যাচের বেশিরভাগ সময়েই শান্তদের মনে হয়েছে আন্ডারডগ। এই হারে মর্মাহত হাবিবুল বলেন, “শুধু বাজে নয়, খুব বাজে খেলেছি। এটা আমাদের মানের সঙ্গে যায় না।”

বাংলাদেশ দল যখন পাকিস্তানের মাটিতে জয় নিয়ে ফিরেছে, তখন ঘরের মাঠে তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের কাছে এমন আত্মসমর্পণ হজম করতে পারছেন না তিনি।

অধিনায়ক শান্ত বলেছেন, হারটি খুব বেশি কষ্ট দেয়নি, তবে হাবিবুল তাতে একমত নন। “এই ম্যাচ দিয়ে সবকিছু বদলে গেছে, সেটা বলছি না। তবে এভাবে হারাটা মেনে নেওয়ার মতো নয়।”

বিশ্লেষণে উঠে আসে বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটিং। তিন বছর ধরে ওপেনিং জুটিতে নেই কোনো শতরান। গত ১৩ ইনিংসে নেই একটিও পঞ্চাশ রানের জুটি।

“টপ অর্ডার ব্যাটসম্যানদের এখনই দায়িত্ব নিতে হবে,” বলেন হাবিবুল। “ম্যাচ খেলেছো অনেক, এবার রান করার পালা। মানসিকভাবে দৃঢ় না থাকলে টেস্টে টিকে থাকা যায় না।”

সিরিজ হার এড়াতে চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে জয় পেতে হবে বাংলাদেশকে। তবে হাবিবুলের চোখে, কেবল জয় নয়, দাপুটে জয় দরকার শান্তদের আত্মবিশ্বাস ফেরাতে এবং শক্তির পার্থক্য স্পষ্ট করতে।

“আমরা যদি বলি আমরা ভালো দল, তাহলে সেটা শুধু মুখে নয়, প্রমাণ করতে হবে মাঠে। এই জিম্বাবুয়ে খুব শক্তিশালী না হলেও তারা খারাপ দল নয়। তাই জয়ের বিকল্প নেই—এবং সেটা হতে হবে বড় ব্যবধানে।”

আগামী সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশের জন্য এখন শুধু জয়ের নয়, সম্মান ফেরানোরও লড়াই।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...