কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ১:৫৫ অপরাহ্ণ

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে ভারতীয় সেনাচৌকি লক্ষ্য করে পাকিস্তানি সেনারা ‘অনুমানভিত্তিক গুলিবর্ষণ’ চালায়। এর পাল্টা জবাবে ভারতীয় সেনাবাহিনী কার্যকরী প্রতিক্রিয়া জানায় বলে সামরিক সূত্রে এনডিটিভিকে জানানো হয়েছে।

তারা বলেন, পাকিস্তান সেনাবাহিনীর প্রতি নিরাপত্তাবাহিনী ‘কার্যকরভাবে প্রতিক্রিয়া জানিয়েছে’, এবং কোনো হতাহতের খবর নেই।

সূত্র জানায়, ‘গত রাতে পাকিস্তানের পক্ষ থেকে নিয়ন্ত্রণ রেখার কিছু স্থানে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর যথাযথ জবাব দেয়া হয়েছে।’

জম্মু ও কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন সংকটের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে চিরবৈরী দুটি দেশের বাহিনীর মাঝে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...