সব
বিনোদন ডেস্ক,
ইচ্ছাশক্তির কাছে বয়স সত্যিই কোনো বাধা নয়- আর সেটাই প্রমাণ করলেন বলিউড তারকা আমির খানের ৯০ বছর বয়সী মা জিনাত হুসেইন। জীবনের এই বয়সে এসে প্রথমবারের মতো বলিউড সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।
আমির নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর প্রযোজিত ও অভিনীত নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’–এ অতিথি চরিত্রে দেখা যাবে তার মাকে। গানের একটি দৃশ্যে তাঁকে দেখা যাবে বিয়ের অতিথির ভূমিকায়।
আমির বলেন, ‘আমার মা কখনও শুটিংয়ে যেতেন না। কিন্তু ওই দিন সকালে হঠাৎ ফোন করে বললেন, “আজ আমাকে নিয়ে যাবে শুটিংয়ে?” আমি অবাক হয়ে গেলাম। গাড়ি পাঠিয়ে দিলাম। মা এলেন হুইলচেয়ারে। তখন পরিচালক প্রস্তাব দিলেন, মাকে যদি শেষ গানের একটি শটে অতিথি চরিত্রে ব্যবহার করা যায়। আমি দ্বিধায় থাকলেও মা নিজেই রাজি হয়ে গেলেন।’
এই সিনেমায় শুধু আমিরের মা নন, তাঁর বোন নিখাতকেও দেখা যাবে ছোট একটি চরিত্রে। ‘সিতারে জামিন পার’ হলো ২০০৭ সালের ‘তারে জামিন পার’–এর আদলে তৈরি আরেকটি আবেগঘন সিনেমা, যেখানে শিশুর মানসিক জগত, পরিবার, ও সমাজের বন্ধন নিয়ে নির্মিত হয়েছে গল্প।
চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে। এখন অপেক্ষা কেবল মুক্তির ও দর্শকদের ভালোবাসা পাওয়ার।
Developed by:
Helpline : +88 01712 88 65 03