সব
স্বদেশ বিদেশ ডট কম
ঈদের টানা ছুটিতে রাঙামাটি ও সাজেক ভ্যালিতে পর্যটকদের ঢল নেমেছে। পাহাড় ও হ্রদের সৌন্দর্য উপভোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন হাজারো ভ্রমণপিপাসু। এতে প্রাণ ফিরে পেয়েছে পাহাড়ের পর্যটন ব্যবসা।
রাঙামাটির ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, রাজবাড়ি, পলওয়েল পার্ক, নীলাঞ্জনা রিসোর্টসহ জনপ্রিয় স্থানগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পর্যটকরা ইঞ্জিনচালিত নৌকায় কাপ্তাই লেকে ঘুরছেন দিনভর।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, “৮০ শতাংশ হোটেল বুকিং সম্পন্ন হয়েছে। ঈদের পরদিন থেকেই পর্যটকদের ঢল শুরু হয়েছে।”
একই চিত্র সাজেক ভ্যালিতেও। মেঘ-পাহাড়ের অপরূপ মিতালি দেখতে সেখানে ভিড় জমেছে পর্যটকদের। সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেববর্মণ জানান, “৯৮টি রিসোর্ট-কটেজের সবগুলোতেই ১৩ জুন পর্যন্ত আগাম বুকিং শেষ।”
পর্যটকদের আগমনে ব্যস্ত সময় পার করছেন নৌচালক, হোটেল-রিসোর্ট মালিকসহ সংশ্লিষ্টরা। ঈদ ছুটিকে ঘিরে পাহাড়ি পর্যটন শিল্পে ফিরেছে উৎসবের আমেজ।
Developed by:
Helpline : +88 01712 88 65 03