তীব্র গরমে স্বস্তির বার্তা, ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘রিমঝিম’

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ৫:২৮ অপরাহ্ণ

তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবনে কিছুটা স্বস্তি এনে দিতে পারে বৃষ্টিবলয় ‘রিমঝিম’। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১৬ জুন থেকে দেশের উপকূল হয়ে প্রবেশ করে এই মৌসুমি বৃষ্টিবলয় ২৮ জুন সিলেট ও চট্টগ্রাম হয়ে দেশ ত্যাগ করতে পারে।

বিডব্লিউওটি এর ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী, এটি চলতি বছরের ষষ্ঠতম এবং দ্বিতীয় মৌসুমি বৃষ্টিবলয়। ‘রিমঝিম’-এর প্রভাবে দেশের প্রায় সব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে।

এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও রংপুর বিভাগেও বৃষ্টির প্রবণতা থাকবে বেশি। তুলনামূলকভাবে খুলনা ও রাজশাহী বিভাগে এর প্রভাব কিছুটা কম হলেও উল্লেখযোগ্য থাকবে।

নিচু এলাকায় পানি জমে সিলেট, চট্টগ্রাম ও রংপুরে বন্যার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিডব্লিউওটি। এছাড়া বজ্রপাতের আশঙ্কা থাকলেও বড় ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। তবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং সাগর থাকবে কিছুটা উত্তাল।

 

এই সম্পর্কিত আরও খবর...