শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকার অনিয়ম তদন্তে দুদক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ জুন ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ

জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রে জানা গেছে, শমী কায়সারের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ধানসিঁড়ি কমিউনিকেশন’ শাহজালাল বিমানবন্দরে ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল ব্যানার ও বিজ্ঞাপন সংক্রান্ত কাজে যুক্ত ছিল। এসব কাজের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সিভিল এভিয়েশন অথরিটির কাছে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। প্রতিষ্ঠানটিকে দোকান বরাদ্দ ও বিলবোর্ড স্থাপনে অনিয়ম হয়েছে কিনা, তা-ও তদন্তের আওতায় আনা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সরকারি অনুমতি ছাড়াই অতিরিক্ত বিজ্ঞাপন প্রদর্শন এবং চুক্তির বাইরের কাজ করে ধানসিঁড়ি কমিউনিকেশন সরকারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি কয়েক দফায় বড় অঙ্কের বিল দাখিল করে টাকা উত্তোলন করেছে বলেও দাবি করা হয়েছে।

দুদকের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনাটির সত্যতা পাওয়ায় অনুসন্ধান শুরু করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...