সব
স্বদেশ বিদেশ ডট কম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে করেছেন ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। রবিবার (২২ জুন) গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ সকাল ১০টায় ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন বিএনপির মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন।
তিনি বলেন, সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছে বিএনপি সূত্র।
Developed by:
Helpline : +88 01712 88 65 03