সব
স্বদেশ বিদেশ ডট কম

গত ২৯ জুলাই (মঙ্গলবার) ইস্ট লন্ডনের অফিসে সংগঠনের ট্রাস্টি বোর্ডের এক সভায় আগামী তিন বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন জনাব এমদাদ আহমেদ এবং পরিচালনা করেন সেক্রেটারি জনাব বখতিয়ার খান। বিস্তৃত আলোচনা ও মতবিনিময়ের পর সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
নতুন কার্যকরী পরিষদের সদস্যরা হলেন—
চেয়ারপারসন: জনাব এমদাদ আহমেদ
ভাইস চেয়ারপারসন: জনাব আব্দুল বাছিত চৌধুরী ও জনাব মোহাম্মদ আব্দুল আহাদ
সেক্রেটারি: জনাব বখতিয়ার খান
সহকারী সেক্রেটারি: জনাব সাহেদ মিয়া
সাংগঠনিক সম্পাদক: জনাব পারভেজ আহমেদ
ট্রেজারার: জনাব হারুনুর রশিদ
সহকারী ট্রেজারার: জনাব আজাদ আলী
প্রচার ও প্রকাশনা সম্পাদক: জনাব হাফিজুর রহমান
কার্যনির্বাহী সদস্য: জনাব কুতুব উদ্দিন খান, জনাব আব্দুল শহীদ, জনাব আব্দুল মুকিত নানু, জনাব শাহ আলম হুবেব, জনাব আব্দুল মান্নান ও জনাব মাহবুব আহমেদ।
সভায় নবনির্বাচিত কমিটির প্রতি সংগঠনের অগ্রগতি ও উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।