জাকসু ভোট সুষ্ঠু হয়নি: বামপন্থী প্যানেলের অভিযোগ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ৭:২২ অপরাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়নি বলে অভিযোগ করেছে বামপন্থী শিক্ষার্থী সমর্থিত প্যানেল সম্প্রীতির ঐক্য ফোরাম। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে সম্প্রীতির ঐক্য ফোরামের জিএস প্রার্থী শরণ এহসান বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আমরা নির্বাচন কমিশনের নানা ধরনের অস্বচ্ছতা ও অনিয়ম লক্ষ করেছি। নির্বাচনী প্রচারণা চলাকালে বিভিন্ন সময়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে, কিন্তু কমিশন তা সমাধান করেনি। ৯ সেপ্টেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করার কথা ছিল। আমরা জানতে পেরেছি, অনেক প্রার্থী সেই টেস্ট করেনি। তাছাড়া, ডোপ টেস্টের ফলাফল নির্বাচন কমিশন এখনও প্রকাশ করতে পারেনি। এসব কারণে কমিশনের ওপর আমাদের আস্থা কমেছে।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রগুলোতে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বিভিন্ন চিরকুট লিখে ভোটারদের হাতে দিয়েছে। এসব কর্মকাণ্ডে আমরা মনে করছি, নির্বাচন যথাযথ প্রক্রিয়ায় হচ্ছে না।’

শরণ এহসান আরও জানান, রাত দুইটার পর জানানো হয়েছিল, প্রার্থীরা কেন্দ্রগুলোতে পোলিং এজেন্ট রাখতে পারবে। কিন্তু সকাল হওয়ার পর পোলিং এজেন্টরা কেন্দ্রে গেলে তাদের নানাভাবে হেনস্তা করা হয়। কয়েকটি হলে আমাদের প্যানেলের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। প্রশাসন জানিয়েছে তাদের ওপর আস্থা রাখতে। কিন্তু এ সময় ভোট গ্রহণের প্রক্রিয়া চলমান ছিল। প্রশাসনের এহেন আচরণ ভোট গ্রহণের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh