৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২:০৭ অপরাহ্ণ

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় কামচাটকা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প।

শনিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৯ দশমিক ৫ কিলোমিটার (২৪.৫ মাইল) গভীরে ছিল।

অন্যদিকে জার্মান গবেষণা সংস্থা জিএফজেড প্রথমে জানিয়েছিল, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে ইউএসজিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী এর গভীরতা আরও বেশি ছিল। ভূমিকম্প আঘাত হানার পর স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্প থেকে সুনামির সম্ভাব্য হুমকি তৈরি হতে পারে। তবে জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে দেশটির আবহাওয়া অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে জানায়, কামচাটকার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের শক্তি ও অবস্থান বিবেচনায় স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh