কাতার ইস্যুতে সতর্ক হতে ইসরায়েলকে ট্রাম্পের পরামর্শ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ণ

হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে কাতারের দোহায় ইসরায়েলি হামলার জেরে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। এই হামলা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৪ সেপ্টেম্বর নিউ জার্সির মোরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কাতার ঘিরে ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হতে হবে।’

এক সাংবাদিক জানতে চাইলে, গত সপ্তাহে কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কোনো বার্তা আছে কি না, ট্রাম্প বলেন, “আমার বার্তা হলো, তাদের খুব, খুব সতর্ক হতে হবে। হামাসের ব্যাপারে কিছু করতে হবে ঠিকই, তবে কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র।”

গত শুক্রবার নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজে ট্রাম্প তাকে চমৎকার মানুষ হিসেবে আখ্যা দেন।

ইসরায়েলের দোহায় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও মুসলিম বিশ্ব। সমর্থনের অংশ হিসেবে রোববার দোহায় শুরু হয়েছে আরব-মুসলিম বিশ্বের নেতাদের শীর্ষ সম্মেলন। সম্মেলনে আরব রাষ্ট্রগুলো ‘বর্বর’ ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আইনগত পদক্ষেপ নেবে তা সমর্থন করেছে।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, “এই আক্রমণের বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। ইসরায়েলকে অবশ্যই জানতে হবে যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ক্রমাগত গণহত্যা যুদ্ধ, যার লক্ষ্য তাদের মাতৃভূমির বাইরে জোরপূর্বক স্থানান্তর করা, যত মিথ্যা যুক্তিই দেওয়া হোক না কেন, সফল হবে না। ইসরায়েলি সরকার একের পর এক প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছে, ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলের জনগণকে আরও ঝুঁকির মুখে ফেলছে।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh