ট্রাকে বাসের ধাক্কায় পুলিশের সহ তিনজন নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ণ

১৪ সেপ্টেম্বর রাত পৌনে ১১টার দিকে যশোরের ভাঙুড়া বাজার এলাকায় ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশ বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। বাসের সামনের কাচ ভেঙে বাঁশের অগ্রভাগ বাসের ভেতরে ঢুকে পড়ে।

এই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য, যশোর সদরের আহমদ আলীর ছেলে আক্তার হোসেন এবং যশোর শহরতলীর আব্দুল মজিদের ছেলে আবু জাফর।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসযাত্রী আক্তার হোসেনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পান। আশঙ্কাজনক অবস্থায় যশোরের আরেক যাত্রী আবু জাফর এবং পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। হাসপাতালে পৌঁছে আবু জাফরকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পথে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্প জানায়, নিক্কন আঢ্য ৩৭ ব্যাচে আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে যোগদান করেন। এর আগে তিনি র‍্যাবে কর্মরত ছিলেন। তিনি মুন্সিগঞ্জে আদালতে সাক্ষী দেওয়ার পর ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।

তুলারামপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, নড়াইল-যশোর মহাসড়কের ভাঙুড়া বাজারে একটি বাঁশ বোঝাই ট্রাক দাঁড়িয়েছিল। বাসটি সেই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh