শুভ জন্মদিন ঐশ্বরিয়া

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ

ভারতীয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের আজ জন্মদিন। ১৯৭৩ সালের ১ নভেম্বর কর্নাটকের ম্যাঙ্গালোরে জন্ম নেওয়া ঐশ্বরিয়া ছোটবেলায় পরিবারসহ মুম্বাইয়ে চলে আসেন।

মডেলিং দিয়ে শুরু করে ১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জেতেন। ১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুবার’ দিয়ে অভিনয়ে পা রাখেন এবং ‘জিন্স’ সিনেমায় প্রথম বাণিজ্যিক সাফল্য পান। পরে বলিউড ও হলিউডে একাধিক হিট মুভি উপহার দেন।

ঐশ্বরিয়া শুধু বলিউডেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও ভারতের গর্ব। ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ ও ‘দ্য পিঙ্ক প্যান্থার ২’-এর মতো হলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন ধরে কান চলচ্চিত্র উৎসবে তার রেড কার্পেট উপস্থিতি ভারতীয় গ্ল্যামার সংস্কৃতির আরোও অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করে কিংবদন্তি অমিতাভ বচ্চনের পরিবারের অংশ হয়ে ওঠেন। তাদের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন জন্ম নেয় ২০১১ সালে। মাতৃত্ব ও ক্যারিয়ার, দুই দিকই তিনি সামলাচ্ছেন সমান দক্ষতায়।

মাতৃত্বের পর কিছুদিন বিরতি নিয়ে ঐশ্বরিয়া আবারও ফিরে আসেন রূপালি পর্দায় —‘জজবা’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘সর্বজিত’, ‘পোন্নিয়িন সেলভান’ সিরিজে তার পরিণত অভিনয় ও অনবদ্য সৌন্দর্যে মুগ্ধ হয়েছে দর্শক।

তার নিজের ভাষায়, সৌন্দর্য মানে নিখুঁত হওয়া নয়, বরং নিজের অসম্পূর্ণতাকেও ভালোবাসা।

জন্মদিনে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন এই প্রাক্তন বিশ্বসুন্দরীকে। নেটিজেনদের মন্তব্যে, রাই, তুমি সময়কেও হার মানিয়েছো।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh